১৮.০৯.২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত হয় রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মহাবীর পতি, পরিচালক, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট, মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মনীন্দ্র কুমার রায়। আরও উপস্থিত ছিলেন রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার , পরীক্ষা নিয়ন্ত্রক, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ সহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান। নবাগতদের পক্ষ থেকে অঙ্কিতা ঘোষ এবং পুরাতন দের পক্ষ হতে মনির হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের বক্তাগণ নবাগতদের স্বাগত জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনের তাৎপর্য ব্যাখ্যা করে তাদেরকে নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে রায় বাহাদুর রণদা প্রসাদ সাহার জীবনাদর্শে দীক্ষিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। সবশেষে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের মনোজ্ঞ এক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।